সাধারনত ইলেকট্রনিক মিডিয়া যেমন এনটিভি বা চ্যানেল আই এই ধরনের টেলি ভিশন মিডিয়া তে ভিডিও ইডিটর হিসেবে কাজ করার জন্য এডোবি প্রিমিয়ার প্রো এবং এডোবি আফটার ইফেক্টস এই সফট ওয়্যার গুলোর কাজ জানতে হয়। পরবর্তী সময় চাকরি পাওয়ার পর তাদের রিকুয়ারমেন্ট অনুযায়ী প্রতিষ্ঠান থেকে গাইডলাইন প্রভাইড করা হয়।